মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১

যখন যেমন

 











যদি,

সুদূরে অবাক দ্বীপে,

রেশম বালি, নিছক হেসে,

সাগরের আদ্র ছোঁয়ায়,

বিভোর হয়ে, আঁচল ঘেঁসে,

সবুজের পাখনা গুলো,

অকারণেই, পাগল করে,

কপালে জলের ছিটে,

ঢেউয়ের খাঁজে, বৃষ্টি ঝরে,

হারানো পায়ের ছাপে,

ঠোঁটের কোণে, বাহার রাগে,

নিবিড়ের হাতছানিতে,

কৃষ্ণকলির ইপ্সা জাগে,

তবে,

আলগা দূরত্ব তাই,

লুকোয় ঝিনুক, গুমোর এমন,

বেখেয়াল অপেক্ষারই,

অভিমানে, যখন যেমন,

ফাগুনের আবীর গুঁড়োয়,

পেরনো পথের, গল্প হবে,

ডায়েরির ছেঁড়া পাতা,

নতুন করে, স্বপ্ন পাবে,

অভ্রে মিশবে সিঁদুর,

বুকের পাঁজর, কাঁপবে ভুরূ,

বিদায়ের শেষ বেলাতে,

তখন সবে, যাত্রা শুরু।।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনাদের মূল্যবান প্রতিক্রিয়া জানান