ছোটবেলায় লেখালেখি শুরু করেছিলাম নতুন বছরের উপহার হিসেবে পাওয়া ডায়রির পাতায়। সেখান থেকে একটা দুটো ছড়া স্থান শুকতারা পত্রিকায়। পরবর্তীকালে স্কুল বা কলেজের ম্যাগাজিনে নিয়মিত ছোটগল্প বা কবিতা দিতাম। ইদানিং ফেসবুকের সাহিত্যচর্চার গ্রুপগুলোতে এবং ওয়েবজিনে লিখে আবার পুরনো অভ্যেস ফিরিয়ে আনছি। সেইসব ছড়িয়ে ছিটিয়ে থাকা গল্প, কবিতাগুলোকে এক জায়গায় জড় করে পড়ার সুযোগ করে দিতেই এই ব্লগের শুরু।
দুটো মিষ্টি ছানাপোনার সাথে ব্যস্ত না থাকলে যতটুকু সময় বের করতে পারি নিজের জন্যে সেটা ভাগ করে নি লেখা, আঁকা এবং শরীরচর্চার মধ্যে। আমি তায়কোয়ান্ডোতে ফার্স্ট ডিগ্রি ব্ল্যাক বেল্ট। করোনার কারণে স্কুল বন্ধ না হয়ে গেলে হয়তো সেকেন্ড ডিগ্রির সুযোগ থাকতো।
ছবি আঁকি মূলত তেল রঙে এবং প্রতিকৃতি আঁকতেই বেশি ভালো লাগে। ছোটবেলায় আঁকা শিখেছিলাম শ্রদ্ধেয় শ্রী শিশির চক্রবর্তী স্যারের কাছে। বাকিটা শিখিয়েছে ইউটিউব।
আমার নাম সিদ্ধার্থ পাল। বাড়ি দক্ষিণ কলকাতায়। বর্তমানে আমেরিকা যুক্তরাষ্ট্রে আইটি সেক্টরে কর্মরত। আশা করবো আমার লেখার মাধ্যমে আপনাদের সাথে যোগাযোগ স্থাপন করতে পারবো।