এতদিন আমার লেখালেখি শুধু প্রকাশ করতাম ফেসবুকের বিভিন্ন গ্রুপে অথবা ওয়েবজিনগুলোতে। ভাবলাম তাদের সাথে নিজের একটা ব্লগ থাকলেও ক্ষতি কি? আমার চেনাজানা অনেকেই আছেন যারা ফেসবুকে নেই বা সোশ্যাল মিডিয়ার দহরম মহরম তাদের পছন্দ নয়। তাছাড়া আমার কাছেও লাইক বা কমেন্ট পাওয়াটাই যেন অনেকাংশে লেখক হিসেবে যোগ্যতার মাপকাঠি হয়ে দাঁড়াচ্ছিল। নিজের আনন্দে লেখার মজাই সেখানে বেশ খানিকটা মাটি হতে বসেছিল। তাই ভাবলাম এবারে শুধু নিজেকে ভালো রাখার কথা ভেবে নিজের ব্লগে লিখবো। এই যাত্রাপথে যদি একজনকেও পাঠক হিসেবে সাথী পাই তাহলে সেটা আমার সৌভাগ্য হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনাদের মূল্যবান প্রতিক্রিয়া জানান