‘আইটি সেক্টর, আবার পার্সোনাল টাইমও চাই? ডেলিভারি কে দেখবে?’
‘সারাদিন ল্যাপটপে! সংসারের দিকেও তাকাও…’
‘আপনার
কি বাঁচার ইচ্ছে নেই? বিপি, কোলেস্টেরল, সুগার সব একসাথে বাধিয়েছেন? অবিলম্বে সুস্থ জীবনে ফিরুন আর এই ওষুধগুলো নিয়মিত…’
‘কিরে? শিং
ভেঙ্গে বাছুরের দলে শেষে?’
‘বাবা, তুমি
ঠিক পারবে’, দর্শকাসনে বসা তিতলির ক্ষীণ স্বরে সম্বিৎ ফিরল।
কপালের ঘামে চোখ ঝাপসা। বুকের
ধুকপুক রুদ্ধশ্বাস ঘরে প্রতিধ্বনিত হচ্ছে।
কাঠের বোর্ড ছ’ফুটের মতন উচ্চতায় ধরে রেখেছেন সেন্সেই। ডান
পায়ে দুরন্ত স্পিনিং হুক কিকের এক আঘাতে দু’টুকরো
করতে হবে সেটা।
ব্ল্যাক বেল্টের পরীক্ষায় এটাই শেষ বাধা। ঘুরে
দাঁড়ানোর লড়াইতে মেয়ের হিরো আমি, চাপা গর্জনে
নিজেকে নিংড়ে পা ছুঁড়লাম লক্ষ্যের দিকে।।
👌👌
উত্তরমুছুন