শাওন ধারা, ছুটির তাড়া,
হাজার
রকম ছুতো,
যুক্তি বাঁধন,
আলগা শাসন,
ঝপাং
ভেজে জুতো।
দরজা গ্রিলে,
অথৈ ঝিলে,
টুপটাপ
ঝরে ঘ্রাণ,
কাগজ ভেলা,
নৌকো খেলা,
উদাস
মেঠো প্রাণ।
মাটির গন্ধ,
জলের ছন্দ,
নিষেধ
মানা ভুলে,
আমার বাদর,
মেঘলা চাদর,
কুড়নো
কদম ফুলে।
সিক্ত পাতা,
হারানো ছাতা,
দুকূল
ভাঙ্গা ঝোঁকে,
শপথ করে, আঁজলা
ভরে,
সে’ফুল
দিলাম তোকে।
আকাশ কালো,
ঝাপসা আলো,
বন্ধু
হওয়ার কারণ,
আঙ্গুল ছোঁয়া,
বৃষ্টি ধোয়া,
প্রেমে পড়া বারণ।।
মেঘলা আকাশ বাদল বাতাস
উত্তরমুছুনপ্রথম আষাঢ় দিনে
সদ্য ফোটা কদম দিয়ে
প্রেম যে নেবো চিনে।
ধৃষ্টতা করলাম। মাপ করবেন। এত সুন্দর ছন্দ দেখে লোভ সামলাতে পারলাম না 👌👌👌
Bah bah khub sundor comment apnar. Khub valo laglo
মুছুন