রবিবার, ৩ জানুয়ারী, ২০২১

প্লাবন


 

হঠাৎ সেদিন, আষাঢ় রাতে,

ঠিক বেঠিকের মোড়ে,

তোমার আমার, গল্পটাতে,

বর্ষা এল জোরে।

এক ছাতাতে, দুকূল প্লাবন,

দূরত্ব রয় মেপে।

সিক্ত শরীর, পিচ্ছিল মন,

বাদল ফোঁটা লেপে।

পাগল ঝড়ের হাতছানিতে,

চোখের কোণে ধাঁধা,

উল্টে দেখি কালির দোয়াত,

লেখার খাতা সাদা।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনাদের মূল্যবান প্রতিক্রিয়া জানান