যমুনার জলে,
গোপিনীর দলে,
আমিও ছিলেম মিশে,
তুমি অবহেলে,
অখাত সলিলে,
তৃষ্ণা মেটালে বিষে।
প্রেমের গরল,
অবুঝ সরল,
কালিমা লেপেছে লোকে,
স্খলিত চরণ,
আমার মরণ,
দেখেছি কাজল চোখে।
ডাকাতিয়া বাঁশি,
বিমোহিত হাসি,
হাতছানি দিয়ে কাছে,
আমায় শুধোলে,
অচ্যুত ছলে,
বিনোদিনী ঘরে আছে?
তুমি হৃষীকেশা,
মায়াময় নেশা,
শ্রীমতী ব্যাকুল চেয়ে,
আমি পোড়ামুখী,
অভিমানে সুখী,
কথার পরশ পেয়ে।
তটিনীর চরে,
হাজার বছরে,
নিশ্চয়ই দেখা হবে,
সেদিন মুরারি,
ভুলে একবারই,
আমায় রাধিকা কবে?
শেষ প্যারা!! 🌹🌹
উত্তরমুছুনঅশেষ ধন্যবাদ জানাই। এটা আমার খুব প্রিয় একটি কবিতা। আপনার ভালো লেগেছে জেনে খুব আনন্দ পেলাম
মুছুন