বাঙ্গালী ভূতেরা
সংকটে বড়, চৌপাট যত কারবার,
বুর্জোয়া দের
দুর্বুদ্ধি তে, পাত্তা পায়না কেউ আর।
পশ্চিমি সব
ঢঙের গুঁতোয়, ব্রহ্ম দত্যি ঘর ছাড়া,
বটতলাটা ফাঁকাই
থাকে, জম্বির কাছে খেয়ে তাড়া।
ড্রাকুলারই
শুধু নাম ডাক, মামদোর কথা কে ভাবে?
পেত্নীটারও
মন ভাল নেই, বাজার খারাপ যে ভাবে।
তার ওপরে লক-ডাউন,
প্ল্যানচেট ও হয় ভার্চুয়াল,
নেটফ্লিক্সে
নেকড়ে মানুষ, নিশির ডাকে নেই খেয়াল।
গেছো ভূতটা
বেকার বসে, শ্যাওড়ার ডালে ঘুম ঘুম,
স্কন্ধকাটার
গ্যাস অম্বলে, মাথা ধড়ে চলে হাম তুম।
কানাভুলোটা
ইকনমি বোঝে, সারভাইভাল কি জিনিস,
হানাবাড়িতে
দেওয়াল লিখন, পুঁজিবাদ কে কর্ ফিনিশ।
প্যাঁচাপেঁচি
বেশ চালাক চতুর, ইংরাজি তে মন্দ নয়,
দানব মোড়ে খুলছে
কলেজ, ভূত শিল্পে বাড়াতে ভয়।
বেঁশো ভূতের
কোচিং ক্লাসে, খুব ভিড় তাই রাত ভোর,
ব্রাউজিং স্কিল
আবশ্যিক, অশরীরী ভাষায় চাই জোর।
আগের মতন বইয়ের
পাতায়, লুকনো ভয়ে হবে না,
শাঁখচুন্নির
খ্যানখ্যানে হাসি, ই-বুকে ঠিক খাবে না।
ফেবু গ্রুপে
ভয়ের ইভেন্ট, যোগ দিয়ে আজ মেম্বারে,
গোগ্রাসে সব
পড়ছে পাঠ্য, বেঘো দাদার চেম্বারে।
আর কদিনেই দেখতে
পাবে, ভূত শিক্ষার ফলাফল,
ঘর ওয়াপ্সি
করবে ভয়ে, বাঙ্গালী ভূতের দলবল।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনাদের মূল্যবান প্রতিক্রিয়া জানান