সেদিন ভোরে,
জানালা ধরে,
মিষ্টি করে হেসে,
নিকোনো উঠোন,
দুব্বো ঘাসে,
স্বপ্ন এসে মেশে।
চড়ুই পাখির কিচির মিচির,
ঝরা শিউলির ঝাঁক,
কুমোর পাড়ার কলসি হাড়ি,
পেরিয়ে পথের বাঁক।
পায়ের পাতায় কাদা মাটি,
ছন্দে ঢাকের তাল,
তোমার ঠোঁটে সরল খুশী,
শিশির ভেজা গাল।
দীঘির পাড়ে ব্যস্ত সবাই,
তুমিও তাদের দলে,
লুকিয়ে দেখা পড়ল ধরা,
চোখ হারানোর ছলে।
তখন আকাশ পেঁজা তুলো,
কলাবউ এর স্নান,
আমার বুকে টাপুর টুপুর,
নদে এলো বান।।
কি মিস্টি কবিতা 😊
উত্তরমুছুন